আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)
embassedor
slider-meeting
থিসিস ডিসকাশন-01-min
সেবা কার্যক্রম-01-min
কার্যক্রম-01-min
শিক্ষা কার্যক্রম-01-min
জার্নাল-01-min
কৃতী শিক্ষার্থী সম্মাননা-01-min
আনন্দ-01-min
ক্রিকেট টুর্নামেন্ট-01-min
embassedor
slider-meeting
থিসিস ডিসকাশন-01-min
সেবা কার্যক্রম-01-min
কার্যক্রম-01-min
শিক্ষা কার্যক্রম-01-min
জার্নাল-01
কৃতী শিক্ষার্থী সম্মাননা-01-min
আনন্দ-01-min
ক্রিকেট টুর্নামেন্ট-01-min

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর

আযহার ওয়েলফেয়ার সোসাইটি মিশর ও আল আযহারে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীদের কল্যাণে সংগঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত ছাত্রকল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে মিশরে পড়তে আসা শিক্ষার্থীদের প্রবাস জীবন যাতে সফল ও সৌন্দর্যমণ্ডিত হয়, লেখাপড়া ব্যক্তিত্ব গঠন ও বহুমুখী যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে তারা যেন আদর্শ সমাজ বিনির্মানে সুশৃঙ্খল ও একতাবদ্ধভাবে অগ্রসর হতে পারে, সেই লক্ষে ৩ নভেম্বর ২০০৪ খৃষ্টাব্দে যাত্রা শুরু হয় আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের।

প্রতিষ্ঠালগ্ন হতেই শিক্ষা, সেবা ও দাওয়াহর ক্ষেত্রে সৃজনশীল, বহুমুখী কর্মসূচির মাধ্যমে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন আদর্শবান দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে সমৃদ্ধ দেশ গঠন ও ইসলামের শিক্ষা ও সাংস্কৃতিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে বহুমাত্রিক খেদমত আঞ্জামের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

আল আযহার ব্লগ

ইতিহাস ও সভ্যতার জন্মভূমি মিশর; জ্ঞান- বিজ্ঞান আর শিল্প সংস্কৃতির সূতিকাগার পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আযহারকে আবিষ্কার করুন। পড়ুন আওসবি ব্লগ।

আওসবি একাডেমি

যুগসচেতন সুযোগ্য দাঈ হিসেবে গড়ে ওঠতে সোসাইটি আয়োজন করছে স্কিল ডেভেলপমেন্ট ও জীবনঘনিষ্ঠ নানা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিষয়ক কোর্সের। এনরোল করুন আজই।

পডকাস্ট

আমাদের সদস্যদের মুখ থেকে শুনুন সাফল্য ও প্রেরণার গল্প। আরও থাকছে স্বাস্থ্যকথা ও ক্যারিয়ার গঠনমূলক নানা প্রোগ্রাম। উপভোগ করুন বিশেষ এই অডিও আয়োজন।

ডিজিটাল প্রোগ্রাম

গবেষকের আত্মকথা, আল আযহারের কার্যক্রম, বিভিন্ন বিষয়ের ফিচার ও ডকুমেন্টারি এবং সেই সাথে আত্মসমৃদ্ধিমূলক নানা আয়োজনে সাজানো ডিজিটাল প্রোগ্রাম। দেখতে ক্লিক করুন।

বর্তমান সদস্য

একাডেমিক সাফল্য

অ্যাক্টিভ অডিয়েন্স

বছর প্রতি প্রোগ্রাম

চলুন, ইলমের পথে পরস্পরের সহযোগী হই

britti-min

ভর্তি ও আবাসন কার্যক্রম

আল আযহার ও মিশরের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইলমে ওহী অর্জনের উদ্দেশ্যে নবাগত শিক্ষার্থীদেরকে বিমানবন্দরে রিসিভ করা থেকে নিয়ে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা ও আল আযহারে ভর্তি সম্পন্ন করে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রমে আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি। পাশাপাশি মিশরের প্রবাস জীবনে নতুন এসে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখে সোসাইটি।

মুয়াদালা-01-min

মুয়াদালা কার্যক্রম

‘আল হাইয়াতুল উলইয়া’ বোর্ড কর্তৃক প্রদত্ত কওমি সনদের স্বীকৃতি পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়ায় স্নাতক স্তরের ভর্তি কার্যক্রমে সৃষ্ট জটিলতা ও সংকট নিরসনে মিশরস্থ বাংলাদেশ এম্বাসী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া এবং ক্ষেত্রবিশেষ মুয়াদালা শাখসিয়্যা বাস্তবায়ন করা সোসাইটির গুরুত্বপূর্ণ ছাত্রকল্যাণমূলক এজেন্ডাগুলোর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য। বিশেষ এ কার্যক্রম সতত চলমান।

শিক্ষা-01ি-min

শিক্ষাবৃত্তি

সোসাইটির মেধাবি ও প্রয়োজনগ্রস্ত শিক্ষার্থীদের রাহা খরচ হিসেবে মাসিক ও বার্ষিক বৃত্তির ব্যবস্থা করে ইলমের পথে তাদের এগিয়ে চলাকে সহজ ও সুগম করা সোসাইটির অন্যতম বড় সেবামূলক প্রকল্প। এর পাশাপাশি মারকাযুত তাতবীর ও অপরাপর কর্তৃপক্ষের
সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের নির্ধারিত কোটার পরিমাণ বৃদ্ধি করা সোসাইটির অন্যতম দায়বদ্ধতা। 

সেবা কার্যক্রম-01-min

ছাত্রকল্যাণ কার্যক্রম

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর সদস্যদের ইলমি তারাক্কি ও জ্ঞানগত বিকাশের প্রতি লক্ষ রেখে বছরজুড়ে নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেসব কার্যক্রমের আওতায় রয়েছে একাডেমিক বিভিন্ন বিষয়ে ইলমি মুহাদারা, সেমিনার- সিম্পোজিয়াম সহ জীবনঘনিষ্ঠ নানা বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্সসমূহ। এছাড়া নবীনদের জন্য রয়েছে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা।

কার্যকরী পরিষদ ২০২৩-২০২৪

IMG-20241213-WA0003
আব্দুল আজিজ তরফদার
সভাপতি
IMG-20241213-WA0005
মুহাম্মাদ আরিফুল ইসলাম
সহ সভাপতি
IMG-20241213-WA0004
উসামা বিন শফিক
সেক্রেটারি জেনারেল
IMG-20241213-WA0010
মাহবুবুল আলম
অর্থ সম্পাদক
IMG-20241213-WA0019
সা'দ বিন সেলিম
সহকারী অর্থ সম্পাদক
IMG-20241213-WA0017
মো. হোসাইন আহমদ
ছাত্রকল্যাণ সম্পাদক
IMG-20241213-WA0018
মারুফ হোসাইন সাদ্দান
সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক
IMG-20241213-WA0007
যোবায়ের হুসাইন
সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক
IMG-20241213-WA0016
হাসান মাহমুদ
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
IMG-20241213-WA0012
হুযাইফা খান
সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
IMG-20241213-WA0015
নাফিস মাহমুদ
সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
IMG-20241213-WA0020
এস এম নিজামুল ইসলাম
প্রচার সম্পাদক
IMG-20241213-WA0008
শওকত হুসাইন
সহকারী প্রচার সম্পাদক
IMG-20241213-WA0014
সালাহ উদ্দীন কাসেমী
সহকারী প্রচার সম্পাদক
IMG-20241213-WA0013
মুহাম্মদ ইয়াসিন আরাফাত
আন্তর্জাতিক যোগাযোগ ও তহবিল সম্পাদক

চলমান ইভেন্ট

আন্তর্জাতিক হিফজুল হাদীস প্রতিযোগিতা

দেশে আশংকাজনকহারে ক্রমবর্ধমান আহলে কুরআন ফিতনার মোকাবেলায় পটভূমি তৈরি করা, মিশরে ছাত্রকল্যাণমূলক কার্যক্রমে সমৃদ্ধি আনার লক্ষে আযহার ওয়েলফেয়ার সোসাইটিকে মিশরে ও আল আযহারের কাছে ব্যাপকভাবে পরিচিত করে তোলা ইত্যাদি লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজুল হাদীস প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আল আযহার ও মিশরের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা শতাধিক দেশের শিক্ষার্থীরা।

কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান

সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ প্রথমবারের মতো বৃহৎ পরিসরে একটি আন্তঃজাতীয় মু’তামার আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। মু’তামারটিতে শায়খুল আযহার, ওকীলুল আযহার, তদীয় উপদেষ্টাবৃন্দ, ওযীরুল আওকাফ, মারকাযুত তাতবীর কর্তৃপক্ষ ও আযহারের কুল্লিয়াসমূহের আমীদগণ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন মিশরে মিনহা প্রদানকারী সরকারি- বেসরকারি যাবতীয় সংস্থা ও ছাত্রাবাসগুলোর মুদীরগণ। তাদের উপস্থিতিতে আযহারের সব স্তরে বাংলাদেশী শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরে পুরস্কৃত করা হবে।

দেওবন্দ ও বাংলাদেশী ওলামায়ে কেরামের আকীদা বিষয়ক বইয়ের প্রকাশনা

আযহারে বাংলাদেশী ওলামায়ে কেরাম ও তাদের অনুসৃত ভারতের ‘দারল উলূম দেওবন্দে’র মানহাজ ও আকীদা বিষয়ে ভুল ও অসত্য প্রচার ব্যাপকহারে বেড়েছে। এ পরিস্থিতিতে হক ও বাস্তবতাকে মিশরের আহলে ইলমদের নিকট পৌঁছানোর সাংগঠনিক দায়বদ্ধতা থেকে সোসাইটি বিশেষ উদ্যাোগ হাতে নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ইসলাম, ওলামায়ে কেরামের ইলমি অবদান ও তাদের অনুসৃত আকীদা মানহাজ বিষয়ে সমৃদ্ধ একটি সংকলন প্রকাশের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কার্যকরী পরিষদ।

‘আল আজহার বার্ষিক স্মারক ২০২৩’

বাংলাদেশে আল আযহার কেন্দ্রিক অপপ্রচার এখনো উল্লেখযোগ্য হারে বিদ্যমান। নারী পুরুষের সহশিক্ষা ব্যবস্থা, সালাফিজম ইত্যাদি বিভিন্ন বিষয়ে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চোখে পড়ার মত। এককথায় সঠিক তথ্যের অভাবে মিথ্যা ছড়িয়ে পড়ছে সব মহলে। সেজন্য আযহার কেন্দ্রিক যাবতীয় বিষয়াদির ন্যায়নিষ্ঠ প্রচারণা ও অন্যদিকে আজহারের পড়াশোনা, কুল্লিয়াত পরিচিতি, মিশরের আলেম ওলামাদের করানামা ও চিন্তাধারা বাংলাদেশী জনগণের কাছে তুলে ধরার লক্ষে একটি সমৃদ্ধ বার্ষিক স্মারকের কাজও চলমান। একইসাথে এতে সোসাইটির পরিচিতি, লক্ষ উদ্দেশ্য ও বার্ষিক কার্যক্রম ইত্যাদিও সন্নিবেশিত থাকবে।

আওস প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ২০২৩

দেশ বিদেশে এবং অনলাইনে অফলাইনে ইসলামের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার দক্ষতা অর্জনের উদ্দ্যেশ্যে আযহার ওয়েলফেয়ার সোসাইটি, কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ সেশনের শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সামার প্রোগ্রামস ২০২৩’ কার্যক্রমের অধীনে শুরু হয়েছে 'Basic Computer Course'। কোর্সটি প্রাথমিক লেভেল যারা শিখতে চান, তাদেরউদ্দেশ্যে তৈরি করা।। কোর্সে কম্পিউটার পরিচিতি,এম এস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ এডোবি ইলেস্ট্রেটর ও এডোবি ফটোশপের ব্যবহার শিখানো হবে।

উসূলুত তাফসীর বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০২৩

সদস্যদের ইলমি তারাক্কি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের কথা বিবেচনায় রেখে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন মুহাদারা ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। চলমান ‘উসূলত তাফসির প্রশিক্ষণ কোর্স ২০২৩’ তারই অংশ। কোর্সটি কুল্লিয়া উসূলুদ্দীন এর তাফসির বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী বিবেচিত হবে ইনশাআল্লাহ। এ ছাড়াও আওসবি একাডেমিতে উলূমুল কুরআন, উলূমুল হাদীস ও ফিকহ সহ বিভিন্ন বিষয়ে ইলমি মুহাদারা থাকছে। আল আযহারের উস্তায ও সোসাইটির ডক্টরবৃন্দ যেগুলোতে প্রশিক্ষণ দান করেছেন।

আমাদের সেবা প্রক্রিয়া

নতুন ছাত্র আনয়ন
আল আজহারে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের তুলনামূলক কম খরচে ও বিশ্বস্ত সেবায় আনয়ন প্রকল্প সোসাইটির অন্যতম ছাত্রকল্যাণমূলক কার্যক্রম। প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দিয়ে শিক্ষার্থীকে সাপোর্ট প্রদান করা এ কার্যক্রমের অংশ।
এয়ারপোর্ট থেকে রিসিভ
নবাগত শিক্ষার্থী বিমানবন্দরে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে রিসিভ করেন সোসাইটির প্রতিনিধিরা। নতুন পরিবেশে শিক্ষার্থীকে বিমানবন্দর নির্ধারিত বাসা কিংবা হোটেলে পৌঁছুতে সাহায্য করেন তারা।
আবাসন ব্যবস্থাপনা
মিশরে আসার পর একজন নবীন শিক্ষার্থীর থাকা খাওয়ার প্রাথমিক ব্যবস্থাপনা ও ইন্তেজাম করে দেন সোসাইটির দায়িত্বশীলরা। এক্ষেত্রে খরচের ব্যয় শিক্ষার্থী নিজেকে বহন করতে হয়।
ভর্তি সহযোগিতা
আল আযহারে ভর্তির জন্য যাবতীয় ডকুমেন্টস ও নথিপত্র প্রস্তুত করা, এম্বাসি ও মিশরের বিভিন্ন সত্যায়ন সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি।
পরীক্ষা প্রস্তুতি টিপস
বিভিন্ন অনলাইন অফলাইন সেমিনারের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি বিষয়ক নির্দেশনা দান করেন সোসাইটির সিনিয়র সদস্য ও দায়িত্বশীলরা। পাশাপাশি চলাফেরা, আমল আখলাকের ব্যাপারেও দিকনির্দেশনা প্রদান করেন তারা।
কৃতী শিক্ষার্থী সম্মাননা
সোসাইটি সফল ও কৃতী শিক্ষার্থীদেরকে বার্ষিক সম্মেলনে পুরস্কার ও সম্মানে ভূষিত করে। পাশাপাশি, মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের চেষ্টাও করে যাচ্ছে সোসাইটি

Advertisement