অবশেষে প্রতীক্ষার প্রহর যেন শেষ হলো। কাবাতুল ইলম বলে পরিচিত মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভালো, আদর্শ ও মেধাবি ছাত্রদের আনবে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর। বিশ্বের সুপ্রাচীন এ ইসলামি বিদ্যাপীঠটি উন্নত পড়াশোনা, সহজলভ্য স্কলারশিপসহ নানামুখি সুবিধার কল্যাণে বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্যদিকে এ সুযোগে মিশরের ভিসা কার্যক্রম নিয়ে হুহু করে বাড়ছে অসাধু দালাল ও পাচার চক্রের দৌরাত্ম। ফলে ভুক্তভোগী বাংলাদেশী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এ প্রকল্প হাতে নিলো আযহার ওয়েলফেয়ার সোসাইটি।
সোসাইটির ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী সোসাইটির মাধ্যমে মিশরে আসতে চাওয়া একজন শিক্ষার্থী ভিসা হাতে পাওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রমের জন্য পরিশোধ করতে হবে পাঁচশো ডলার। ভিসা ফী এ খরচের অন্তর্ভুক্ত। তবে কোনো কারণে শিক্ষার্থী যদি মিশরে আসতে না পারেন, সেক্ষেত্রে চারশো ডলার রিফান্ড করবে সোসাইটি।
সোসাইটি আশা করছে, এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে, সঠিক তথ্য ও নির্দেশনা পেয়ে মিশরে আসতে পারবে।