আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

গাযায় ইসরায়েলী সন্ত্রাসের নিন্দা জানিয়ে আল আযহারের সাপ্তাহিক অধিবেশন সম্পন্ন

আবদুল্লাহ হাশেম

শাইখুল আযহার, ডক্টর আহমদ আত তায়্যিবের সভাপতিত্বে আল আযহারের উচ্চতর ইসলামি গবেষণা পরিষদের নিয়মিত অধিবেশন রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনের শুরুতে গাযায় জায়নবাদী বর্বরতার শিকার হয়ে শাহাদাত বরণ করা ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধিবেশনে গাযার জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার উদ্যোগ, ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানানোর জন্য মিসর সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একই সাথে আরো অধিক পরিমাণে সাহায্য ও সমর্থন প্রদানের জন্য আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান করা হয়।

এর পাশাপাশি ফিলিস্তিনিদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ, জাতিগত নির্মূল ও গণহত্যা, শরণার্থীদের উপর আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বোমা ও অস্ত্রের ব্যবহারের কারণে দখলদার ইসরায়েলী বাহিনীর প্রতি তীব্র নিন্দা জানানো হয় অধিবেশনে। এ সময় যাবতীয় নির্যাতন, বাধা বিপত্তি সত্বেও ফিলিস্তিনিদেরকে নিজ ভূমিতে অটল থাকা এবং আল্লাহর সাহায্যের প্রতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অধিবেশনে উপস্থিত অতিথিবৃন্দ।

সূত্র : আওসবি নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *