বাংলা ট্রিবিউন
চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করে কারাবন্দি লাখ লাখ মুসলিমের মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) এম আর সরকারি কলেজ রোডে পঞ্চগড় সচেতন নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড়ের তরুণ প্রজন্ম ও গণ্যমান্য ব্যক্তিরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৩০ সাল থেকে ৯৩ বছর ধরে উইঘুর মুসলিমদেরকে জাতিগত বিনাশ করার লক্ষ্যে নির্যাতন করা হচ্ছে। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে কারাগার তৈরি করে প্রায় ১৫ লাখ উইঘুর মুসলিমকে আটক করে রাখা হয়েছে। বক্তারা এই নির্যাতন বন্ধ করে কারাবন্দি উইঘুর মুসলিমদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে চীনের হাতে আটক ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান