আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

নতুন শিক্ষাবর্ষ: স্বপ্ন সাধনায় শুরু হোক পথচলা

হাজার বছর ধরে জ্ঞান বিজ্ঞানের দূর্গ হয়ে দাঁড়িয়ে থাকা আল আজহারে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। শুরু হচ্ছে নতুন উদ্যম ও চেতনায়। চোখভরা স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে পৃথিবীর আনাচ কানাচ থেকে যেখানে ছুটে আসে জ্ঞানপিপাসুরা। এশিয়া, দূর প্রাচ্য আর আফ্রিকা তিন দিগন্তের স্রোত এসে মিশে যায় যেখানে, সেই কায়রোর আল আজহারে।

 

এ তো সেই বিদ্যাপীঠ, বিশ্ববিদ্যালয় বলে যখন কোনো কিছুর সাথে পরিচয় ছিলো না পৃথিবীর মানুষের, তখন জ্ঞানের নানান শাখায় দ্যূতি বিতরণ করছিল আল আজহার। তাই, ইতিহাসে আল আজহার পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।

 

এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা নিতান্ত গর্বের। ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে পারা আরো বড় সম্মানের। তাই দীর্ঘ ছুটি আর রিফ্রেশমেন্ট কাটিয়ে ইলমের সাধনায় নিমগ্ন হওয়ার এখন সময়। কুল্লিয়ার দরসগাহ থেকে জামেউল আযহারের বারান্দা পুরোটাই পাঠশালা আমাদের। এখন প্রয়োজন বিসমিল্লাহ বলে শুরু করে দেওয়া।

 

— এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *