আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন শায়খুল আজহার

মিশরের গ্রান্ড ইমাম শাইখুল আযহার ড. আহমাদ তায়্যিব পয়লা অক্টোবর রোববার তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের নতুন রাষ্ট্রদূত জনাব ওমর ফাহমী’কে অভ্যর্থনা জানান।

গ্র্যান্ড ইমাম রাষ্ট্রদূত‌ ওমর ফাহমির প্রতি তার নতুন দায়িত্বে সফলতার আশা ব্যক্ত করে আযহারে পড়ুয়া বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের ফাইলগুলের প্রতি বিশেষ নজর রাখার তাগিদ দেন। বৈঠকে নতুন রাষ্ট্রদূতকে লক্ষ করে তিনি আরো বলেন— বর্তমানে আযহারে প্রায় ছয়শো বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়নরত এবং ইতোমধ্যে বাংলাদেশে আযহারি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত আছে। এ পর্যায়ে তিনি রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেন যে, আল আযহার প্রতি বছর বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আযহারে বিভিন্ন স্তরে ১৮ টি স্কলারশিপ দিয়ে থাকে।

গ্রান্ড ইমাম আরো জোর দিয়ে বলেন— আযহারের পক্ষ থেকে বাংলাদেশের ইমামগণের প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিয়ে আযহারের ইন্টারন্যাশনাল একাডেমির আওতায় ইমাম-ওয়ায়েজ প্রশিক্ষণের প্রস্তুতি চলমান। এবং এই লক্ষ্যে বাংলাদেশে আযহারের ওয়ায়েজ-শিক্ষক প্রতিনিধি প্রেরণ করা হবে, এই পদক্ষেপ জনসাধারণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত জনাব ওমর ফাহমি শাইখুল আযহারের পরামর্শে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে তা পালনে সচেষ্ট থাকবেন বলে জানান এবং গ্রান্ড ইমামের সাক্ষাত পেয়ে তার আনন্দ ব্যক্ত করে বলেন— শান্তি ও ভ্রাতৃত্ব বন্ধনে উম্মাহকে একত্র করার ক্ষেত্রে শাইখুল আযহারের অবদান অনস্বীকার্য, পুরা বিশ্বের মুসলিম জাতির যে কোনো ক্রান্তিকালে তিনি তার পূর্ণ সমর্থন-সহায়তা প্রদান করে থাকেন।

একইসাথে রাষ্ট্রদূত নিশ্চিত করেন, তিনি মিশরের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালনে সর্বদা আযহারের ফাইলকে অগ্রাধিকার দান করবেন। সেই সাথে আযহারে পড়াশোনার ক্ষেত্রে যে বাঁধা ও প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকেন বাংলাদেশের শিক্ষার্থীরা, সেগুলোর দূরীকরণে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *