আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ: ‘আর নষ্ট করার সময় আমাদের নেই’

ডেইলি স্টার

ভোগৌলিকভাবে দুটো প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। অঞ্চলটি সিসমিক্যালি অ্যাক্টিভ। গত ২ মাসে বাংলাদেশ ও এর আশপাশে মৃদু মাত্রার প্রায় ৩৪টি ভূমিকম্প হয়েছে, যা আভাস দিচ্ছে বড় ধরনের বিপর্যয়ের। বিশেষজ্ঞদের আশঙ্কা, শক্তিশালী কোনো ভূমিকম্প হলে বাংলাদেশের অবস্থা তুরস্ক-সিরিয়া কিংবা মরক্কোর চেয়েও খারাপ হতে পারে। ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই। কোথাও ভূমিকম্প হলে সবার আগে সে তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূমিকম্প বিষয়ক তথ্য আদান-প্রদানে ইউএসজিএস বা ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) সঙ্গে সংযোগ নেই বাংলাদেশের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের গবেষণা বলছে, বড় ধরনের ভূমিকম্পে বাংলাদেশের ৯টি মেগাসিটির অধিকাংশ ভবনই টিকবে না। ঢাকার ৫৩ শতাংশ ভবন ও স্থাপনা বিনষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *