যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সর্বশেষ প্রকাশ করা সমীক্ষায় মিশরের প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে ওঠে এসেছে আল আজহারের নাম। এ বিষয়ে আল আজহারের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘প্রতিষ্ঠার ১০৮৪ বছর ধরে আল আজহার জাতীয়, আন্তর্জাতিক ও বিশ্ব পরিসরে জ্ঞান বিজ্ঞানের চর্চা, একাডেমিক গবেষণা ও শিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে।’
২০২৪ সালের জন্য করা এ র্যাংকিংয়ে পৃথিবীর শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে আল আজহার। যা বিগত বছরের তুলনায় বেশ অগ্রসর। উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর পৃথিবীর ইউনিভার্সিটিগুলোর সার্বিক মান নিয়ে গবেষণা ও সমীক্ষা প্রকাশ করে থাকে। সেই সাময়িকীর গবেষণায় এবার মিশরীয় ইউনিভার্সিটিগুলোর মধ্যে শীর্ষস্থান পেল আল আজহার।