আযহার ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও কার্যকরী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পুরো ছুটির সময় জুড়ে বাস্তবায়িত হলো সামার প্রোগ্রামস ২০২৩। বিষয়ভিত্তিক বিভিন্ন মুহাদারা, বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স, টুর্নামেন্ট আর সাংস্কৃতিক ঝটিকা সফর মিলে দুর্দান্ত অ্যাক্টিভিটি আর ব্যাপক অংশগ্রহণে সম্পন্ন হলো প্রোগ্রামগুলো। পরীক্ষা শেষে দীর্ঘ তিন মাসের বিরতির সময়গুলো যেন ইলম ও আমলে, আখলাক ও ফিকিরে এবং প্রতিভা বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে সর্বোচ্চ কাজে লাগানো যায়, সেই লক্ষে কার্যকরী পরিষদ এ নতুন ধারায় আয়োজনটি হাতে নেয়।
এসব আয়োজনের মধ্যে কুল্লিয়াত পরিচিতি বিষয়ক সেমিনার, উলূমুল কুরআন ও তাহকীকুত তুরাস বিষয়ক প্রশিক্ষণ কোর্স, প্রাথমিক ইংরেজি ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ দুইটি টুর্নামেন্ট অন্তর্ভুক্ত ছিল।
ইলম ও জীবনমুখি নানা দক্ষতার সমন্বয়ে যুগসচেতন ও আলোকিত ব্যক্তিত্ব গঠনের মহান লক্ষকে সামনে রেখে এসব আয়োজন বাস্তবায়ন করা হয়েছে বলে জানান সোসাইটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক। এই ধরনের আত্মবিকাশ ও সমৃদ্ধিমূলক আয়োজন আগামী সেশনগুলোও অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।