দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মিশর ও সিরিয়ার যৌথ যুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমারোহে পালিত হচ্ছে দিবসটি। ১৯৭৩ সালে দখলদার ইসরায়েলের কবল থেকে সিনাই উপত্যকা ও গোলান মালভূমি উদ্ধারের জন্য যৌথ অভিযান শুরু করেছিল মিশর ও সিরিয়া। অক্টোবরের ৫ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলা যুদ্ধের ফলাফল হিসেবে জাতিসংঘের মধ্যস্ততায় সিনাই উপত্যকা পুনরুদ্ধার করে মিশর।
বিজয়ের অর্ধশত বার্ষিকী উপলক্ষে মিশরের সরকার, প্রশাসন ও জনগণ মহা আড়ম্বরে দিবসটি উদযাপন করছে।