আবদুল্লাহ হাশেম
৭ অক্টোবর সকাল থেকে ইসরায়েল অভিমুখে ফিলিস্তিনী সশস্ত্র বাহিনীর হামলার সাথে সংহতি প্রকাশ করেছে আল আযহার। আল আযহারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বদেশকে দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সাথে দখলদার ইহুদীবাদিদের হামলায় শাহাদাত বরণ করা ফিলিস্তিনী যোদ্ধাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। আল-আজহার ইহুদিবাদীদের অত্যাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিলিস্তিনি জনগণের দৃঢ়তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করে। এর পাশাপাশি আধুনিক ইতিহাসের দীর্ঘতম দখলদারিত্ব অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দ্বিচারিতার বিরুদ্ধে আল আযহার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি মানবতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আল আযহার দৃঢ়ভাবে বিশ্বাস করে, আজ হোক কাল হোক, ফিলিস্তিনে ইহুদীবাদের অবৈধ দখলদারিত্বের যাবতীয় প্রচেষ্টার অবসান ঘটানো হবে।
সূত্র- Al-Azhar Al-Sharif