আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

আযহার ওয়েলফেয়ার সোসাইটি (আওসবি) 

ইসলামের সোনালী যুগ থেকেই ইলমের জন্য সফরের ধারা অব্যাহত রয়েছে। সেই ধারা অনুসরণ করে ইলমপিপাসু শিক্ষার্থীরা সম্প্রতি বিশ্বজুড়ে ইসলামি শিক্ষা-সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য বিভিন্ন দেশে ছুটে চলেছেন। আমাদের বাংলাদেশের জ্ঞান পিপাসু শিক্ষার্থীরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের জন্য ছুটে যাচ্ছেন। মেধা ও কৃতিত্বের অনন্য সাক্ষর রেখে দেশের মুখ উজ্জ্বল করছেন। এরই ধারাবাহিকতায় মুসলিম জাহানের অন্যতম পুণ্যভূমি মিশরের হাজার বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল আযহার বিশ্ববিদ্যালয়েও দলে দলে ছুটে আসছেন বাংলাদেশী শিক্ষার্থীরা। পৃথিবীর প্রাচীনতম এ বিশ্ববিদ্যালয়টি বলা যায়, বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলত দিনদিন এ প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা অভাবনীয়ভাবে বেড়ে চলেছে। এসকল শিক্ষার্থীর প্রবাস জীবন যাতে সফল ও সৌন্দর্যমণ্ডিত হয়; লেখাপড়া, ব্যক্তিত্বগঠন, ও যোগ্যতা অর্জনে তারা যেন সর্বোচ্চ সক্রিয় হতে পারেন; সেই সাথে সাংস্কৃতিক উন্নয়ন, আদর্শ সমাজ, জাতি ও রাষ্ট্র গঠনে তারা যেন সুশৃংখল ও একতাবদ্ধভাবে অগ্রসর হতে পারেন; সেই লক্ষ্যেই ২০০৪ সালের ৩ নভেম্বর আত্মপ্রকাশ ঘটে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এর।

পরিচয়

আল-আযহার বিশ্ববিদ্যালয় ও মিশরে অবস্থিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন— আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর। ২০ রমাদান ১৪২৬ হিজরি, মোতাবেক ৩রা নভেম্বর ২০০৪ খ্রিস্টাব্দে কায়রো শহরে এর যাত্রা শুরু হয়। পরবতীর্তে ২০০৯ সালের ১৭ নভেম্বরে বাংলাদেশে এই সংগঠনের সরকারিভাবে রেজিট্রেশন সম্পন্ন হয়।

মিশরে সোসাইটির নাম:

বাংলা নাম: আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর

আরবি নাম: جمعية الأزهر الخيرية بنجلاديش مصر 

ইংরেজি নাম: Azhar Welfare Society Bangladesh, Egypt 

সংক্ষিপ্ত নাম : AWSBE/ আওসবি

দর্শন ও মূল্যবোধ 

শিক্ষা, দাওয়াহ ও সেবার ক্ষেত্রে সৃজনশীল বহুমুখী কর্মসূচির মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন, আদর্শবান, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে সমৃদ্ধ দেশ গঠন ও ইসলামের খেদমতে অগ্রণী ভূমিকা রাখা।

সোসাইটির প্রকৃতি 

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর একটি সম্পূর্ণ অরাজনৈতিক , বেসরকারী, স্বেচ্ছাসেবী, শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক প্রতিষ্ঠান; যা আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আদর্শকে ধারণ করে বর্ণিত ক্ষেত্রসমূহে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। 

মিশরে সোসাইটির পরিধি:

মিশরে অবস্থানরত সোসাইটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপদ্ধতির সাথে একাত্মতা পোষণকারী বাংলাদেশি ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও প্রবাসী ব্যক্তিবর্গ।

লক্ষ উদ্দেশ্য 

সোসাইটির মৌলিক লক্ষসমূহ নিম্নরূপ : 

১. দেশ ও জাতির সেবা করার মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন ও পরকালে তাঁর কাছেই বিনিময় লাভের প্রত্যাশা করা।

২. নিবিড় প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ তৈরি করা।

৩. যুগোপযোগী ও মানসম্পন্ন  পাঠ্যক্রমের মাধ্যমে ইসলামি ও আরবি শিক্ষার প্রসার করা।

৪. সচেতন, যোগ্য ও দক্ষ ব্যক্তি গঠনে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা পালন করা।

৫. মার্জিত ও সম্মানজনক পদ্ধতিতে দাতব্য কাজ  বাস্তবায়নে একটি অনুসরণীয় নমুনা উপস্থাপন করা।