আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

শিক্ষা কার্যক্রম

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর সদস্যদের ইলমি তারাক্কি ও জ্ঞানগত বিকাশের প্রতি লক্ষ রেখে বছরজুড়ে নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেসব কার্যক্রমের আওতায় রয়েছে একাডেমিক বিভিন্ন বিষয়ে ইলমি মুহাদারা, সেমিনার- সিম্পোজিয়াম সহ জীবনঘনিষ্ঠ নানা বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট বিসয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। নিম্নে এসবের বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

ইলমি মুহাদারা ও প্রশিক্ষণ কোর্স

আল আজহারের ইন্সটিটিউট ও ইউনিভার্সিটির বিরতির সময়গুলোতে সদস্যদের চাহিদার প্রতি লক্ষ রেখে বিভিন্ন ইলমি বিষয়ে মুহাদারা ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। সোসাইটির ডক্টরবৃন্দ ও আল আযহারের উস্তাযগণের মাধ্যমে এসব প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। উলূমুল কুরআন, উসূলত তাফসির, উলূমুল হাদীস, তাহকিকুত তুরাস, আকীদা ও দাওয়াহ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে এসব কোর্স ও মুহাদারার আয়োজন করে থাকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।

স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্স

দেশ বিদেশে এবং অনলাইন অফলাইনে ইসলামের শিক্ষাকে যেন ছড়িয়ে দিতে পারেন শিক্ষার্থীরা, সেই লক্ষে আগ্রহী সদস্যদের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কার্যক্রমসমূহকে সহজলভ্য করে দেওয়ার উদ্দেশ্যে সোসাইটি বিভিন্ন সময়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিও এডিটিং, আন্তর্জাতিক বিভিন্ন ভাষা প্রশিক্ষণ, হিউম্যান ডেভেলপমেন্ট ও টাইম ম্যানেজমেন্ট সহ দক্ষতামূলক বিভিন্ন মেয়াদি কোর্স এ কার্যক্রমের অন্তর্ভুক্ত। এসব কার্যক্রমের মধ্য দিয়ে সদস্যদেরকে আধুনিক ও প্রযুক্তির দুনিয়ায় সবক্ষেত্রে যোগ্য আদর্শ দাঈ হিসেবে গড়ে ওঠার পেছনে সহযোগী ভূমিকা রাখতে চায় আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।

দিকনির্দেশনামূলক সেমিনার

কুল্লিয়ায় নতুন ভর্তিচ্ছু ও মিশরে নবাগত সদস্যদের ভর্তি ও কুল্লিয়া নির্বাচনকেন্দ্রিক সঠিক তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে সোসাইটি দিকনির্দেশনা মূলক সেমিনারের আয়োজন করে থাকে বিভিন্ন সময়ে। ভর্তিপরীক্ষার প্রস্ততিসহ প্রয়োজনীয় সব বিষয়েই থাকে নির্দেশনা। থাকে সোসাইটির প্রবীণ ও ডক্টরবৃন্দের পক্ষ থেকে শিক্ষা বিষয়ে নানা পরামর্শ ও সহযোগিতা।

বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা

সদস্যদের প্রতিভা বিকাশ ও সমৃদ্ধির লক্ষে হিফজুল কুরআন, হিফজুল হাদীস, সমকালীন নানা বিষয়ে লেখালেখি, বক্তৃতা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয় সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের অধীনে।

পাঠচক্র ও পাঠ আসর

জ্ঞান, বুদ্ধিবৃত্তি ও চিন্তাচর্চার লক্ষে পাক্ষিক ও মাসিক পাঠচক্র ও আসরের আয়োজন করা শিক্ষা কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যাতে এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগের পাশাপাশি সদস্যরা টিমভিত্তিক ‘ওয়ার্ক টুগেদার’ এ অভ্যস্ত হয়ে ওঠতে পারেন।

ছাত্রকল্যাণমূলক কার্যক্রম

ভর্তি ও আবাসন 

আল আযহার ও মিশরের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইলমে ওহী অর্জনের উদ্দেশ্যে আগত নবাগত শিক্ষার্থীদেরকে বিমানবন্দরে রিসিভ করা থেকে নিয়ে তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা ও আল আযহারে ভর্তি সম্পন্ন করে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রমে আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি।

মুয়াদালা কার্যক্রম

‘আল হাইয়াতুল উলইয়া’ বোর্ড কর্তৃক প্রদত্ত কওমি সনদের স্বীকৃতি পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়ায় স্নাতক স্তরের ভর্তি কার্যক্রমে সৃষ্ট জটিলতা ও সংকট নিরসনে মিশরস্থ বাংলাদেশ এম্বাসী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া এবং ক্ষেত্রবিশেষ মুয়াদালা শাখসিয়্যা বাস্তবায়ন করা সোসাইটির গুরুত্বপূর্ণ ছাত্রকল্যাণমূলক এজেন্ডাগুলোর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য।

শিক্ষাবৃত্তি

সোসাইটির মেধাবি ও প্রয়োজনগ্রস্ত শিক্ষার্থীদের রাহা খরচ হিসেবে মাসিক ও বার্ষিক বৃত্তির ব্যবস্থা করে ইলমের পথে তাদের এগিয়ে চলাকে সহজ ও সুগম করা সোসাইটির অন্যতম বড় সেবামূলক প্রকল্প। এর পাশাপাশি মারকাযুত তাতবীর ও অপরাপর কর্তমপক্ষের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের নির্ধারিত কোটার পরিমাণ বৃদ্ধি করা সোসাইটির অন্যতম দায়বদ্ধতা। শিক্ষাবৃত্তি প্রকল্পে সাধ্যমত শরিক হয়ে একজন তালিবুল ইলমকে সহযোগিতার মাধ্যমে সাদাকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন।

ছাত্র আনয়ন প্রকল্প

বিশ্বের প্রাচীনতম ইসলামি বিদ্যাপীঠ আল আযহারে পড়াশোনায় আগ্রহী মেধাবি শিক্ষার্থীদের মিশরে পড়াশোনার স্বপ্নপূরণের সারথি সোসাইটির ছাত্রকল্যাণ বিভাগ। মিশরে আসতে গিয়ে আগ্রহী শিক্ষার্থীরা যেন দালালচক্রের চটকদার কথাবার্তার ফাঁদে পড়ে কোনো সিদ্ধান্ত না নেন, বরং সবকিছু জেনেবুঝে পর্যবেক্ষণ করে অগ্রসর হতে পারেন, সে লক্ষে তুলনামূলক কম খরচে ও ও বিশ্বস্ত সেবায় ছাত্র আনয়ন প্রকল্প গ্রহণ করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি। প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা ও যথাযোগ্য ডকুমেন্টস পাঠিয়ে শিক্ষার্থীর মিশরে আসার যাবতীয় কর্মযজ্ঞ পরিচালনা এ কার্যক্রমের অংশ।

সদস্যদের দ্বারে দ্বারে ক্যাম্পেইন

‘আপনার অভিযোগ ও পরামর্শ, সোসাইটির দায় ও কর্তব্য’ শ্লোগান সামনে রেখে বিভিন্ন সময়ে সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে ক্যাম্পেইন পরিচালনা করে ছাত্রকল্যাণ বিভাগ। এ কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও প্রবাস জীবন কেন্দ্রিক নানা সমস্যা সম্পের্ক অবগত হয়ে সেগুলোর সমাধানের লক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করে কার্যকরী পরিষদ।

নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

পড়াশোনার উদ্দেশ্যে আগত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া এবং বছরান্তে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা ছাত্রকল্যাণ বিভাগের অন্যতম মৌলিক কার্যক্রম।

সাংস্কৃতিক কার্যক্রম

মাতৃভূমি থেকে শত সহস্র মাইল দূরে এসে প্রবাস জীবনে সদস্যরা যেন বিষণ্নতা ও অস্থিরতায় না ভুগে, সেই লক্ষে সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চার মধ্য দিয়ে সুকুমারবৃত্তি সম্পন্ন ও সংস্কৃতিবান আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠতে পারেন, সেজন্য বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

পরিবার থেকে দূরের প্রবাস জীবনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দুই ঈদে সকল সদস্যের অংশগ্রহণে বৃহৎ পরিসরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর। অনুষ্ঠানে হামদ, নাত, দেশীয় সাংস্কৃতিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় ঈদ আনন্দ। অনুষ্ঠান শেষে থাকে দেশীয় খাবারের ভরপেট ঈদ আপ্যায়ন।

বাংলাদেশ বিষয়ক সাংস্কৃতিক সম্মেলন

আল আজহার ও মিশরের মাটিতে বাংলাদেশকে ব্যাপকভাবে পরিচিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন জাতীয় দিবসে দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা। আল আজহার ও মিশরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আল আজহারে গ্রান্ড মার্ক করা শিক্ষার্থীদের পুরস্কৃত করে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সফট কর্নার গড়ে তোলে স্কলারশিপের কোটাবৃদ্ধিতে অবদান রাখা।

সাংস্কৃতিক ভ্রমণ

ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মিশরের নানান প্রাচীন স্থাপনা, মাসাজিদ, মাকাবির, দূর্গ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলী যিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা সফরের আয়োজন করে আযহার ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা ও সংস্কৃতি বিভাগ।

আনন্দ ভ্রমণ

দুই পরীক্ষার ছুটিতে ক্লান্তি ও অবসাদ ঘুচাতে আয়োজন করা হয় আনন্দ ভ্রমণের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সাগরের পাড়, বিস্তীর্ণ মরুভূমি আধুনিক স্থাপত্যের নানা শহরে আয়োজন করা হয় এসব আনন্দ ভ্রমণের।

খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজন

পড়াশোনার পাশাপাশি সদস্যদের সুস্বাস্থ্য, শরীর চর্চা ও রিফ্রেশমেন্টের লক্ষে ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গেট টুগেদার ইভেন্ট

কায়রোর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের পারস্পরিক পারস্পরিক দেখাসাক্ষাৎ ও মতবিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন উপলক্ষে কায়রো আন্তর্জাতিক বইমেলা সহ বিভিন্ন পাবলিক স্পেসে উন্মুক্ত গেট টুগেদার ইভেন্টের আয়োজন করা।

দাওয়াহ কার্যক্রম

পড়াশোনার পাশাপাশি সদস্যরা যেন বহুমুখি দক্ষতা ও যোগ্যতার সমন্বয়ে যুগ সচেতন দাঈ হিসেবে গড়ে ওঠতে পারেন, সেজন্য নানামুখি দাওয়াহ কর্মশালা গ্রহণ করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি। সেসব কর্মশালার মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলো—

সমাজে প্রচলিত ইসলাম বহির্ভূত নানা রসম রেওয়াজ ও বিদআতের ব্যাপারে আল আজহারের সংস্কারমূলক কার্যক্রমগুলো বাংলা ভাষায় প্রচার করা।
বিশুদ্ধ আকিদা ও সুন্নাহর চর্চা বৃদ্ধি এবং শিরক-বিদআত ও কুসংস্কার সম্পর্কে সচেতনতা তৈরি করা।
তাযকিয়া-আত্মশুদ্ধির প্রতি গুরুত্বারোপ করা।
দ্বীনি চেতনা বৃদ্ধির লক্ষ্যে অধিকাংশ মুসলিম উম্মাহর কাছে স্বীকৃত যেকোনো দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ করা।
আরবি-বাংলা সাময়িকী ও বিষয়ভিত্তিক গবেষণাপত্র প্রকাশ ও প্রচারের উদ্যোগ গ্রহণ করা।

মিডিয়া ও প্রচার বিভাগ


সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

আওসবি একাডেমি ও ইনস্টিটিউট

সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

আওসবি রচনা ও গবেষণা বিভাগ

সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

আওসবি তথ্য ও মিডিয়া বিভাগ

সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

আওসবি সাংস্কৃতিক ফোরাম

সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

আওসবি যাকাত তহবিল (শিক্ষাবৃত্তি কার্যক্রমের অংশ)

সোসাইটির যাবতীয় কর্মকাণ্ড ও আল আজহারে শিক্ষা, সংস্কার ও দাওয়াহ সম্পর্কিত সকল কার্যক্রম বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দাওয়াহর ময়দানে বহুমাত্রিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সক্রিয় মিডিয়া ও প্রচার ব্যবস্থা গড়ে তোলা সোসাইটি অন্যতম মৌলিক এজেন্ডা। সামাজিক সকল মাধ্যম, ইউটিউব ও ওয়েবসাইট ব্যবহার করে আধুনিক ও মানসম্মত প্রচার ব্যবস্থা গ্রহণ করে সোসাইটি লক্ষপুরণের পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলছে।

পরিকল্পনাধীন কর্মকাণ্ড ও প্রকল্পসমূহ

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর ক্রমান্বয়ে নিম্নোক্ত প্রকল্পগুলো গ্রহণ করবে ইনশাআল্লাহ।

→ আওসবি কিন্ডারগার্টেন
→ আওসবি লাইব্রেরি