আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করলো আযহার ওয়েলফেয়ার সোসাইটি

আওসবি নিউজ ডেস্ক :

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন হলো গতকাল। ঘরোয়া পরিবেশে জমকালো আয়োজনে সম্পন্ন হলো উদ্বোধন অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টামণ্ডলি, কার্যকরী পরিষদ ও ওয়েবসাইট বাস্তবায়ন কমিটি সহ শাখা দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে সোসাইটির সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিচে বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

‘বাগানে বাগানে যত ফুল ফোটে, সাগর মহাসাগরে যত ঢেউ ওঠে, ততবার মহান আল্লাহর হামদ ও সানা পেশ করে, সিজদাবনত মস্তক ও উচ্ছ্বসিত হৃদয়ে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের সমৃদ্ধ ও অফিসিয়াল ওয়েবসাইটের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আযহারী হিসেবে আমাদের শান অনুযায়ী একটি ওয়েবসাইট নির্মাণের স্বপ্ন সোসাইটির বহুদিনের— আল্লাহর রহমতে সেই স্বপ্ন এখন পুরণ হতে যাচ্ছে।

আধুনিক প্রযুক্তির দুনিয়ায় বড় বড় সংগঠন, সংস্থা ও কোম্পানি, ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরাও প্রযুক্তিকে শিক্ষা, সেবা ও দাওয়াহ’র অঙ্গনে ব্যবহার করতে চাই। সে হিসেবে এখন থেকে সোসাইটির যাবতীয় অ্যাক্টিভিটি, ইভেন্ট, উদ্যোগ ওয়েবসাইটে প্রচার হবে। এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কানেক্টেড থাকা যাবে। সেই সাথে তৈরি হবে সুবিশাল নেটওয়ার্ক।

ওয়েবসাইটে কী কী থাকছে

এ বিষয়ে পূর্ণাঙ্গ ক্যাটালগ ও ব্যবহার নির্দেশিকা ফাইল কমেন্ট বক্সে যুক্ত করে দিচ্ছি। তবে এখানে সংক্ষেপে শুধু এটুকু বলি, এটা নিছক একটি সাংগঠনিক ওয়েবসাইট হিসেবে না থেকে নিউজ, একাডেমি, পডকাস্ট, ডিজিটাল প্রোগ্রাম ও ব্লগের সমন্বয়ে একটি মাল্টি ওয়েব সাইটে পরিণত হয়েছে। এ সবগুলো ক্যাটাগরিতেই শিক্ষার্থী হিসেবে আমাদের রিলেটেড আর্টিকেল, অডিও ভিডিও কন্টেন্ট ও ব্লগ পাবলিশ হবে। আরো সহজে বলতে গেলে এখানে এমন কাজ হচ্ছে, যেগুলোর একেকটা কাজের জন্য আলাদা ওয়েবসাইট খুলতে হয়। যেমন:
* একাডেমি (টেন মিনিট স্কুলের মতো)
* পডকাস্ট / অডিও প্রোগ্রাম।
* ভিডিও/ ডিজিটাল প্রোগ্রাম।
* ব্লগ সাইট।
* আযহার কেন্দ্রিক নিউজ।

ফলত ওয়েবসাইটটি আমাদের এমন এক সম্পদে পরিণত হয়েছে, যা নিয়ে আমরা বুক ফুলিয়ে উচ্ছ্বসিত গর্ববোধ করতে পারি, আলহামদু লিল্লাহ।

সুবিশাল এ ওয়েবসাইটের নির্মাণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান করেছেন বর্তমান সেশনের সভাপতি জনাব আবদুল আজিজ তরফদার। এবং এটির বাস্তবায়নে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জনাব সাজ্জাদ আকবরের আইডিয়া, কন্টেন্ট ও ডিজাইন পরিকল্পনা এবং তারই নেতৃত্বে কাজ করেছে পূর্ণাঙ্গ এক টীম। যারা সময়, মেধা ও শ্রম দিয়ে কাজটি সুচারুরূপে সম্পন্ন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতার ভাষা কিংবা বিনিময় দেওয়ার সাধ্য আমাদের নেই। হৃদয় উজাড় করে রাব্বে কারীমের কাছে দোয়াটুকু শুধু করতে পারি। যে সময় ও মেধা তারা ব্যয় করেছেন, আল্লাহ যেন সেগুলোকে আকাশের মুক্তোরূপে ফিরিয়ে দেন। তবে আশা রাখছি, আসন্ন বার্ষিক অনুষ্ঠানে এই টীমের সকলকে সোসাইটির পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত অত্যন্ত গর্বের সাথে এখানে উল্লেখ করে রাখছি যে, ওয়েবসাইটের আইডিয়া ও ডিজাইন পরিকল্পনা থেকে নিয়ে কন্টেন্ট রাইটিং, গ্রাফিকস ডিজাইন থেকে নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শতভাগ কাজ আমাদের সদস্যরাই করেছেন। সোসাইটির স্বার্থে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতা দিয়ে তারা কাজটি বাস্তবায়ন করেছেন।

আযহার ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কার্যক্রম, স্বপ্ন ও পরিকল্পনা আমাদের কাছে গচ্ছিত আমানত। যা পূর্ববর্তী সেশনগুলোর ভায়েরা আমাদের কাছে রেখেছেন। সেই আমানতের পূর্ণ হেফাজত ও একে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা। একইভাবে আমাদের পরবর্তীরাও কাজগুলোকে আরো এগিয়ে নিবেন ইনশাআল্লাহ, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

সবশেষে, বলতে পারি, সদস্য হিসেবে এ ওয়েবসাইট আমাদের প্রত্যেকের মহামূল্যবান সম্পদ। আমরা এর ভবনটি নির্মাণ করে দিয়েছি। একে আরো অধিক আর্টিকেল, অডিও ভিডিও কন্টেন্টের আসবাব ও ফার্নিচার দিয়ে সমৃদ্ধতম করার দায়িত্বটা সকল সদস্যের। এই দায়িত্ব পালনে সকলেই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন — হৃদয় গভীর থেকে এ প্রত্যাশা করছি।

পরিশেষে ছোট পরিসরের এ উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন— শ্রদ্ধেয় উপদেষ্টামণ্ডলী, কার্যকরী পরিষদ, ইত্তেহাদ সভাপতি, ওয়েবসাইট বাস্তবায়ন কমিটিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই ইতি টানছি। আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে কবুল করুন। আমাদের মেধা, শ্রম ও সর্বস্ব তাঁর দীনের জন্য কবুল করুন। আমীন।

বিনীত
কার্যকরী পরিষদের পক্ষে
আবদুল আজিজ তরফদার’

— এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *