প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত সেমিনারে আলোচনা করেন প্রত্যেক কুল্লিয়ার মেধাবী শিক্ষার্থী ও কার্যকরী পরিষদের দায়িত্বশীলরা।
বাস্তবায়িত হলো ‘যিয়ারাতুল আসারিল কাদীমা ওয়াল মাকাবির ২০২৩’
গত ১৭ জুলাই রোজ সোমবার সকাল ৮.৩০ মিনিটে তাব্বাহ থেকে প্রায় অর্ধ শতাধিক সদস্যের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক ইভেন্টটি বাস্তবায়িত হয়।
সদস্যদের দ্বারে দ্বারে দুই দফা ক্যাম্পেইন সম্পন্ন
‘আপনার অভিযোগ ও পরামর্শ, সোসাইটির দায় ও কর্তব্য’ শ্লোগান সামনে রেখে সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ সকল সহযোগী সদস্য ও সদস্যের বাসায় গিয়ে দুই দফা ক্যাম্পেইন সম্পন্ন করেছে।
আবারও দেশ থেকে ছাত্র আনছে সোসাইটি
সোসাইটির ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী সোসাইটির মাধ্যমে মিশরে আসতে চাওয়া একজন শিক্ষার্থী ভিসা হাতে পাওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রমের জন্য পরিশোধ করতে হবে পাঁচশো ডলার। ভিসা ফী এ খরচের অন্তর্ভুক্ত। তবে কোনো কারণে শিক্ষার্থী যদি মিশরে আসতে না পারেন, সেক্ষেত্রে চারশো ডলার রিফান্ড করবে সোসাইটি।