আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

মিশরস্থ / মিশর গমনেচ্ছু  ছাত্রদের জন্যে

বিদেশী ছাত্রদের পড়াশুনার পদ্ধতি

আল-আযহার বিশ্বব্যাপী তার চিন্তা ও আদর্শ প্রসারের লক্ষ্যে সারা বিশ্বের  মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ করে দিচ্ছে। সে লক্ষ্যে আযহার ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগে প্রতি বছর একশ’র বেশী দেশের বারোশত ছাত্রকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।

বিদেশী ছাত্রদের জন্য আজহারের শিক্ষাব্যবস্থা কয়েকটি স্তরে বিভক্তঃ

  • স্নাতকপূর্ব।
  • স্নাতক।
  • স্নাতকোত্তর।

নিম্নে এই সকল স্তরে ভর্তির শর্তাবলী, যাবতীয় খরচ (যদি প্রয়োজন হয়) ও শিক্ষাবৃত্তি পাওয়ার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করা হল।

 

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বর্ণনাঃ

  • প্রাথমিক স্তর ৬ বছর। একে আল-মারহালাহ আল-ইবতিদাইয়্যাহ বলা হয়।
  • মাধ্যমিক স্তর ৩ বছর। একে আল-মারহালাহ আল-ই’দাদিয়্যাহ বলা হয়।
  • উচ্চমাধ্যমিক স্তর ৩ বছর। একে আল-মারহালাহ আস-সানাউইয়্যাহ বলা হয়।

প্রাথমিক স্তরের প্রথম শ্রেণী ব্যতিত উপরোল্লেখিত যে কোন স্তরে ভর্তি হওয়ার জন্য নিম্নলিখিত শর্তাবলী বিদ্যমান থাকা আবশ্যক।

তন্মদ্ধে গুরুত্বপূর্ণ হচ্ছে আরবী ভাষার যোগ্যতা।

 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের মানবিক শাখায় ভর্তিইচ্ছুক ছাত্র-ছাত্রীরা কায়রো ও আলেকজান্দ্রিয়ায় অবস্থিত বুয়ুসের মা’হাদগুলোতে পড়বে। এবং বিজ্ঞান শাখায় ভর্তিইচ্ছুক ছাত্র-ছাত্রীরা (উক্ত মা’হাদগুলোতে বিজ্ঞান শাখা না থাকলে) অনুমতি সাপেক্ষে আযহারের যে কোনো মা’হাদে পড়তে পারবে। তেমনিভাবে প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীরা আযহারের যে কোন প্রাথমিক স্তরের মা’হাদে ভর্তি হবে। এছাড়াও বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য মাহাদুল ক্বেরাতের ‘তাজবীদ’ ও ‘আলিয়া’ উভয় পড়াশুনার ব্যবস্থা রয়েছে।

প্রাথমিক স্তরঃ

বিদেশী ছাত্র-ছাত্রীরা আযহারের সাধারণ অথবা বিশেষ মা’হাদ্গুলোতে (আর্থিক ব্যয়ভার বহন করার শর্তে) প্রাথমিক স্তরের যে কোন শ্রেণীতে ভর্তি হতে পারবে। তবে শর্ত হচ্ছে, অভিভাবকের অবশ্যই স্থায়ী বা অস্থায়ী ভিসা থাকতে হবে। এই স্তরে বিদেশী ছাত্রদের জন্য সে সকল নীতিমালা প্রযোজ্য হবে, যা মিশরীদের জন্য প্রযোজ্য। এবং এই স্তরে বিদেশী ছাত্র-ছাত্রীদের কোন শিক্ষাবৃত্তি প্রদান করা হয় নান

নিম্নে প্রাথমিক স্তরে ভর্তির শর্তাবলী বিস্তারিত উল্লেখ করা হলঃ

শ্রেণী

বয়স

ভর্তির শর্তাবলী

অতিরিক্ত শর্তাবলী

প্রথম

৬-৯

 

ছাত্রছাত্রীর অভিভাবকের স্থায়ী বা অস্থায়ী বৈধ ভিসা থাকা

দ্বিতীয়

৭-১০

আযহার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের সনদ থাকা অথবা মাহাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া

তৃতীয়

৮-১১

চতুর্থ

৯-১২

পঞ্চম

১০-১৩

ষষ্ঠ

১১-১৪

 

মাধ্যমিক স্তরঃ

বিদেশী ছাত্ররা কায়রো অথবা ইস্কান্দারিয়ায় অবস্থিত মাহাদুল বুয়ুসে মাধ্যমিক স্তরে ভর্তি হতে পারবে। শর্ত হল, আজহার অথবা আজহার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্ন মাধ্যমিক সনদপত্র থাকতে হবে।

আর যাদের নিম্ন মাধ্যমিক সনদপত্র থাকবেনা তারা তাহদিদুল মুস্তাওয়াপরীক্ষায় অংশ নিবে, যা প্রতি শিক্ষা বছরের শুরুতে আজহারের মাহাদের অধীনে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সে নিজ যোগ্যতা প্রমাণের মাধ্যমে মাধ্যমিক স্তরের যে কোন ক্লাসে ভর্তি হতে পারবে। সর্বাবস্থায় আরবী ভাষার চারটি শাখায় (পড়া,লেখা,বলা,শুনা) যোগ্যতা থাকতে হবে।

নিন্মে মাধ্যমিক স্তরে ভর্তির শর্তাবলী বিস্তারিত উল্লেখ করা হল :

শ্রেণী

বয়স

যাদের সনদ নেই তাদের শর্ত 

সনদপত্রের শর্ত

সাধারণ শর্ত

প্রথম

১২-২৫

পরীক্ষায় ৪০-৪৯% নাম্বার পেতে হবে।

আজহার অথবা আজহার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্নমাধ্যমিক সনদপত্র থাকতে হবে।

আরবী ভাষার

যোগ্যতা থাকা

আবশ্যক।

দ্বিতীয়

১৩-২৬

৫০-৫৯% নাম্বার পেতে হবে

তৃতীয়

১৪-২৭

৬০% এর উপর নাম্বার পেতে হবে।

উচ্চমাধ্যমিক স্তরঃ

উচ্চমাধ্যমিক স্তরে ভর্তির জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোয্য হবেঃ

  • আযহার অথবা আযহার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকের সনদপত্র থাকা।
  • আযহার স্বীকৃত প্রতিষ্ঠান এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় পাশের সনদপত্র থাকা।
  • তাহদিদুল মুস্তাওয়ায় কেউ যদি ৭০% নাম্বার অর্জন করতে পারে, তাহলে তাকে দ্বিতীয় আরেকটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

নিম্নে ছক আকারে শর্তাবলী উল্লেখ করা হলঃ

শ্রেণী

বয়স

যাদের সনদ নেই তাদের শর্ত

সাধারণ শর্ত

সনদ পত্রের শর্ত

প্রথম

১৫-২৮

পরীক্ষায় ৪০-৪৯% নাম্বার পাওয়া।

আরবী ভাষার

যোগ্যতা থাকা

আবশ্যক।

মাধ্যমিকের সনদপত্র থাকা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র থাকা।

দ্বিতীয়

১৬-২৯

৫০-৫৯% নাম্বার পাওয়া

তৃতীয়

১৭-৩০

৬০% এর উপর নাম্বার পাওয়া।

বিদেশী ছাত্ররা আরবীতে পারদর্শী হলেই কেবল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হতে পারবে। যদি আরবীতে কথা বলা,লেখা,পড়তে পারা ও শুনেবুঝতে পারার যোগ্যতা না থাকে, তাহলে তাকে বিশেষ কোর্সে ভর্তি হতে হবে।

বিশেষ কোর্সঃ

এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী আরবী ভাষা ও ইসলাম সম্পর্কিত প্রাথমিক জ্ঞাণ লাভ করতে পারবে। কোর্সটি শুরু হয় সেপ্টেম্বর মাসে এবং শেষ হয় জুন মাসে। কেউ ইচ্ছা করলে গ্রীষ্মের সময় অর্থাৎ, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোর্সটি চালু রাখতে পারে।এই কোর্সটি নিম্নোল্লেখিত দলকে উদ্দেশ্য করেঃ

  • বিদেশী সেই সকল ছাত্র যারা আরবীতে কথা বলতে পারেনা।
  • তাহদিদুল মুস্তাওয়া পরীক্ষার মাধ্যমে উদ্দিষ্ট ক্লাসে ভর্তি হওয়ার জন্য যাদের শিক্ষাগত কোন সনদপত্র নেই।
  • অথবা যাদের সনদপত্র আছে কিন্তু আরবী এবং ইসলামি কিছু বিষয় তার পড়া হয়নি। এমতাবস্থায় সনদপত্রকে যারা পরিপুর্ন করতে চায় তারা এই কোর্সের মাধ্যমে তা করতে পারবে।
  • বিদেশী যে ছাত্ররা সনদপত্রবিহীন ইসলামি বিভিন্ন বিষয় ও আরবী শিখতে চায়।

মা’হাদুল ক্বেরাতঃ

ক্বেরাত বিভাগ নিম্নোক্ত শ্রেণীতে বিন্যস্তঃ

  • তাজবীদ বিভাগ (দুই বছর)
  • উচ্চতর বিভাগ (তিন বছর)
  • তাখাসসুস বিভাগ (তিন বছর)
  • তাজবীদ বিভাগে ভর্তি হতে চাইলে একজন ছাত্রকে অবশ্যই হাফেযে কোরআন হতে হবে। আরবী ভাষা ও ক্বোরান হিফযের উপর পরীক্ষা হবে।
  • যে সকল বিদেশী ছাত্ররা কুল্লিয়াতুল ক্বেরাত থেকে তাখাসসুসের সনদপত্র অর্জন করেছে তারাও আযহারে ভর্তি হতে পারবে।

আল আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি 

 

 

অনলাইন শিক্ষা পদ্ধতি

আযহার ও রাবেতা আল-আলমের যৌথ উদ্যোগে আযহার থেকে পাশ করা বিদেশীদের জন্য ইসলামিক বিভিন্ন বিষয়ে লিসান্স করার ব্যবস্থা করা করেছে। আরবী ভাষায় এই শিক্ষা কার্যক্রম অনলাইনে চলবে। এর উদ্দেশ্য হচ্ছে, আজহারি শিক্ষা সহজভাবে সকল জায়গায় পেশ করা। বিশেষ করে যারা বিভিন্ন কারণে মিশরে আসতে পারছেননা তাদের জন্য আযহারের মানহাজে পড়াশুনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

প্রথমতঃ- এর বৈশিষ্টাবলীঃ

  • ইসলামিক জ্ঞান-বিজ্ঞানে জামেয়া আযহার এর গর্বিত ইতিহাস ও তার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা রয়েছে। এটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়ও বটে।
  • এর মাধ্যমে একজন ছাত্রকে ইসলামিক বিভিন্ন বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবে।
  • এর শিক্ষাকার্যক্রম প্রস্তুত করেছেন জামেয়া আযহারের কয়েকজন উঁচু মাপের স্কলার।
  • আধুনিক শিক্ষাপদ্ধতির সাথে সমন্বয় করে এর পাঠ্যসূচি সাজানো হয়েছে।
  • এর শিক্ষাকার্যক্রমে লিখিত,অডিও,ভিডিও এবং বিশেষ সিগমেন্ট রয়েছে। যা একদল দক্ষ লোকদের মাধ্যমে তৈরি করা হয়েছে।
  • প্রফেসরের সাথে ভার্চুয়াল ক্লাসরুম ও আধুনিক বিভিন্ন মাধ্যমের সাহায্যে যোগাযোগ করার ব্যবস্থা।
  • প্রযুক্তিগত সাহায্য ২৪ ঘন্টা ওপেন।
  • ছাত্রদের যে কোন কঠিন পরিস্থিতিতে সাহায্যের জন্য একজন দক্ষ কর্মকর্তা রয়েছেন।

 

 

শর্তাবলীঃ

ইসলামি বিভিন্ন বিষয়ে লিসান্সের সনদ পাওয়ার শর্ত হলঃ

  • আযহার থেকে বা আযহার স্বীকৃত প্রতিষ্ঠান অথবা মিশরীয় যে কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • উন্নত চরিত্রবান হওয়া।
  • আরবী ভাষার যোগ্যতা থাকা।

শিক্ষা পদ্ধতিঃ

অনলাইন ভিত্তিক এই শিক্ষাপদ্ধতিকে তিনটি সেমিস্টারে ভাগ করা হয়েছে।

প্রথম সেমিস্টারঃ নভেম্বরের দ্বিতীয় শনিবার থেকে প্রথম সেমিস্টার শুরু হবে। পরবর্তী ১৫ সপ্তাহ পর্যন্ত তা চলবে।

দ্বিতীয় সেমিস্টারঃমার্চের দ্বিতীয় শনিবার থেকে পরবর্তী ১৫ সপ্তাহ পর্যন্ত এই সেমিস্টার চলবে।

অটাম সেমিস্টারঃ জুলাইর দ্বিতীয় শনিবার থেকে পরবর্তী ছয় সপ্তাহ পর্যন্ত অটাম সেমিস্টার চলবে।

অফিশিয়াল খরচাবলীঃ

প্রত্যেক বিষয়ে ৮০ মার্কিন ডলার বহন করতে হবে। বার্ষিক মোট প্রাতিষ্ঠানিক খরচ হবে ১৫০০ মার্কিন ডলার। কোন ছাত্র ইচ্ছা করলে দুই বারে (অর্ধেক করে) এই টাকা পরিশোধ করতে পারে। অনলাইনেও এই অর্থ পরিশোধ করা যায়।

একজন ছাত্র প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫টি বিষয়ে রেজিষ্ট্রেশান করতে পারবে।

আবেদনের নিয়মাবলীঃ

নিম্নোক্ত ওয়েব সাইটে আবেদন করতে হবেঃ www.azharegypt.edu.eg

কয়েকটি ধাপে তা সম্পন্ন হবে।

প্রথম ধাপেঃ

অনলাইনে রেজিষ্ট্রেশান করতে হবে। এতে একজন ছাত্র আবেদনপত্র পুরণ করবে এবং সাবমিট করবে। তারপর একটি নতুন পেজ আসবে যেখানে তার সকল তথ্যাবলী যাচাই করে কনফার্ম করবে।

দ্বিতীয় ধাপঃ

উল্লেখিত ওয়েব সাইটে আবেদনপত্র জমা দেয়ার পর তাৎক্ষনিক একটি ইমেইল যাবে ছাত্রের মেইল এড্রেসে। সেখানে তার ইউজার নেইম ও পাসওয়ার্ড দেয়া থাকবে।

তৃতীয় ধাপঃ

কোন আবেদনকারী যদি আবেদনপত্রে প্রাথিষ্ঠানিক কাগজগুলো আপলোড না করে, তাহলে তাকে নিম্নোক্ত ইমেইলে পাঠাতে হবে।

E-mail: reg.office@azharegypt.net

চতুর্থ ধাপঃ

দুই সপ্তাহের মধ্যে আবেদনপত্র যাচাই-বাছাই করে আবেদনকারীর মেইলে প্রয়োজনীয় শর্তাবলী ও রেজিষ্ট্রেশান প্রসেস পাঠানো হবে।

পঞ্চম ধাপঃ

আবেদনের এই সময়টাতে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।

ষষ্ঠ ধাপঃ

প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পাঠাতে হবে। ডকুমেন্ট অবশ্যই EMS (Express Mail Service) এর মাধ্যমে পাঠাতে হবে।

সপ্তম ধাপঃ

এই ধাপে আবেদনকারীকে তার পছন্দনীয় বিষয়গুলো নির্বাচন করতে হবে।

যোগাযোগঃ

নিম্নোক্ত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করা যাবে।

WORLD ASSOCIATION FOR AL-AZHAR GRADUATES

Al-Azhar University – Nasr City, postal code: 11884 - Cairo - Egypt.

Email: reg.office@azharegypt.net

- https://www.facebook.com/Azharegypt

 

আযহারের কুল্লিয়াত পরিচিতি

 বিশ্ববিদ্যালয় স্তর  বিদেশী যে ছাত্ররা আযহারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা আযহার কর্তৃক স্বীকৃত বহিঃর্বিশ্বের যে কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক সনদপত্র লাভ করেছে তারা তাদের পছন্দানুযায়ী আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবে। তবে শর্ত হলঃ আরবী ভাষার যোগ্যতা থাকতে হবে।

আরবী ও ইসলামি বিভাগ

কুল্লিয়্যাতু উসুলিদ দ্বীনঃ

সনদপত্রঃ নিন্মোক্ত যে কোন একটি বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবেঃ

  • তাফসীর
  • হাদিস
  • আক্বীদা ও দর্শন

সময়ঃ চার বছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য নিজ দূতাবাস থেকে লেটার নেয়া।

কুল্লিয়্যাতুশ শারীয়া ওয়াল ক্বানুনঃ

সনদপত্রঃ নিন্মোক্ত যে কোন একটি বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবেঃ

  • ইসলামি শরীয়া
  • শরীয়া ও ক্বানুন

সময়ঃ চার বছর শরীয়াহ ইসলামিয়্যাহ’র জন্য।

 পাঁচ বছর শরীয়া ও ক্বানুন এর জন্য।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।

কুল্লিয়্যাতুল লুগাতিল আরাবিয়্যাঃ

সনদপত্রঃ নিন্মোক্ত যে কোন একটি বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবেঃ

  • সাধারণ বিভাগ
  • ইতিহাস ও সভ্যতা

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।

কুল্লিয়্যাতুত দা’ওয়াতিল ইসলামিয়্যাহঃ

সনদপত্রঃ দা’ওয়া ইসলামিয়্যার উপর লিসান্সের সনদ দেয়া হবে।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • কুল্লিয়া কর্তৃক যে পরীক্ষা নেয়া হয় তাতে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।

কুল্লিয়্যাতুদ দিরাসাতিল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহঃ

সনদপত্রঃ দিরাসাতুল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহ এর উপর লিসান্সের সনদ দেয়া হবে।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।

কুল্লিয়্যাতুল উলুমিল ইসলামিয়্যাহঃ {(বিদেশী ছাত্র/ছাত্রী) 

এই বিভাগ বিদেশীদের জন্য। সামনে বিস্তারিত আসবে।

সনদপত্রঃ উলুমুল ইসলামিয়্যাহ এর উপর লিসান্সের সনদ দেয়া হবে।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে অথবা মিশরীয় যে কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করা।

বিঃদ্রঃ

একজন ছাত্র এই বিভাগে উলুমুল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহ এর পাশাপাশি সামাজিক বিজ্ঞান, ইসলামি অর্থনীতি, কম্পিউটার ইত্যাদি বিষয়েও পড়ালেখা করবে। যাতে বের হওয়ার সাথে সাথে চাকুরিতে যোগ দেয়ার সুযোগ সৃষ্টি হয়। এই বিভাগের ছাত্রকে (আযহারের বৃত্তি/স্কলারশীপ না থাকলে) প্রতি বছর ১০০০ এমেরিকান ডলার পরিশোধ করতে হবে।

সাধারণ জ্ঞাতব্য বিষয়

  • আজহারের সকল কুল্লিয়্যা বিদেশী ছাত্রদের জন্য ফ্রি। শুধুমাত্র অফিশিয়াল কিছু খরচ বহন করতে হবে। যা বছরে ১০০ জুনাইহ এর বেশী হবেনা।
  • কুল্লিয়্যাতুল উলুমিল ইসলামিয়্যা’র যে ছাত্র বৃত্তি ছাড়া পড়বে, তাকে বাৎসরিক এক হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
  • বিদেশী যে সকল ছাত্র – ছাত্রীর সনদপত্র মিশরের সাধারণ উচ্চমাধ্যমিক সনদপত্রের সমমান করা হয়েছে, তারা যদি উলুমুল ইসলামিয়্যাতে ভর্তি হতে চায় , তাহলে তাকে তাহদিদে মুস্তাওয়ার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।যাতে করে আযহারের উচ্চমাধ্যমিক সনদপত্র অর্জিত হয়। তারপর উলুমুল ইসলামিয়্যার যে কোন বিভাগে ভর্তি হতে পারবে।

আল কুল্লিয়্যাতুদ দিরাসাতিল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহঃ

সনদপত্রঃ নিন্মোক্ত যে কোন একটি বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবেঃ

  • আক্বিদা ও দর্শন
  • হাদিস
  • তাফসীর
  • আরবী ভাষা
  • ইসলামি শরিয়া
  • শরীয়া ও ক্বানুন
  • সাংবাদিকতা ও মিডিয়া(টাকা দিয়ে)

সময়ঃচারবছর সকল বিভাগের জন্য। শরিয়া ওয়াল ক্বানুন বিভাগের জন্য পাঁচ বছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারেপড়ারজন্যদূতাবাসথেকেলেটারনেয়া।

বিশেষ জ্ঞাতব্য বিষয়ঃ

এই কুল্লিয়্যা সকল ছাত্রীদের জন্য ফ্রি। শুধুমাত্র সাংবাদিকতা ও মিডিয়া বিভাগে এককালীন ১০০০ জুনাইহ ও প্রতি বছরে ১০০০ জুনাইহ দিতে হবে।

তত্ত্ব ও মানবিক বিভাগ

যাদের কাছে আজহারের উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরের সাধারণ উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র আছে, তারা এই বিভাগে ভর্তি হতে পারবে। এইক্ষেত্রে প্রথম এক বছর তাকে আরবী ভাষা ও ইসলামিক কয়েকটা বিষয় পড়তে হবে। এতে পাশ না করলে অনার্সে ভর্তি হতে পারবেনা। এই সকল বিভাগ নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যায়ে পড়া যাবে। তবে ভাষা ও অনুবাদ বিভাগের দিরাসা ইসলামিয়্যা ওয়াল আরাবিয়্যা এবং তারবিয়া সম্পুর্ন ফ্রি।

ভাষা ও অনুবাদ অনুষদ

সনদপত্রঃ নিন্মোক্ত যে কোন একটি বিষয়ে লিসান্সের সনদ দেয়া হবেঃ

  • ইংরেজী ভাষা ও সাহিত্য
  • ফ্র্যান্সিস ভাষা ও সাহিত্য
  • জার্মান ভাষা ও সাহিত্য
  • স্প্যানিশ ভাষা ও সাহিত্য
  • ইতালিয়ান ভাষা ও সাহিত্য
  • গ্রীক ভাষা ও সাহিত্য
  • উর্দু ভাষা ও সাহিত্য
  • ফার্সি ভাষা ও সাহিত্য
  • চাইনিজ ভাষা ও সাহিত্য
  • হিব্রু ভাষা ও সাহিত্য
  • তুর্কি ভাষা ও সাহিত্য
  • আফ্রিকান ভাষা ও সাহিত্য
  • আরবী/ইংলিশ অনুবাদ
  • হিব্রু/ফ্র্যান্সিস অনুবাদ
  • ইসলামিক স্টাডিজ (ইংলিশ/ফ্রান্সিস/আলমেনীয়/আফ্রিকান/চীনা ভাষায়)

এই সকল বিভাগের জন্য একজন বিদেশী ছাত্রকে ১০০০ জুনাইহ পরিশোধ করতে হবে এককালীন। আর প্রতি বছরে ১০০০ জুনাইহ জমা দিতে হবে। তবে অনারবী ভাষায় ইসলামিক স্টাডিজ বিভাগে কোন ফি দেয়া লাগবেনা।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী ও যে ভাষায় পড়বে।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরের সাধারণ উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আজহারের উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরের সাধারণ উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকলে তাকে এক বছর বিভিন্ন ইসলামিক বিষয় পড়ে পাশ করতে হবে।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা।

ব্যবসায় অনুষদ (ছাত্র/ছাত্রী)

সনদপত্রঃ নিম্নোক্ত বিষয়গুলোতে স্নাতকের সনদ দেয়া হবেঃ

  • হিসাব
  • অর্থনীতি
  • শ্রম বিভাগ*
  • নিরাপত্তা*

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরের সাধারণ উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • মিশরেরসাধারণউচ্চমাধ্যমিক/সমমানেরসনদপত্রথাকলেতাকেএকবছরবিভিন্নইসলামিকবিষয়পড়েপাশকরা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।

তারবিয়্যা* (ছাত্র)

সনদপত্রঃ নিম্নোক্ত যে কোন বিষয়ে অনার্সের সনদপত্র দেয়া হবেঃ

  • আরবী ভাষা
  • ইসলামিক স্টাডিজ
  • ইংরেজী ভাষা
  • ফ্র্যান্সিস ভাষা
  • সামাজিক খেদমত*
  • বিষয়গত লালন-পালন*

সকল বিভাগে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে । শুধুমাত্র আরবী ভাষা ও ইসলামি স্টাডিজ বিভাগে কোন খরচ নেই।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী + যে বিদেশী ভাষা পছন্দনীয়।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরীয় যে কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • মিশরেরসাধারণউচ্চমাধ্যমিক/সমমানেরসনদপত্রথাকলেতাকেএকবছরবিভিন্নইসলামিকবিষয়পড়েপাশকরা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • কুল্লিয়ার নির্ধারিত পরীক্ষায় পাশ করা।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।

মানবিক বিভাগ (ছাত্রী)

সনদপত্রঃ নিম্নোক্ত যে কোন বিষয়ে লিসান্সের সনদপত্র দেয়া হবেঃ

  • ইংলিশ ভাষা ও সাহিত্য
  • ফ্র্যান্সিস ভাষা ও সাহিত্য
  • জার্মান ভাষা ও সাহিত্য
  • স্প্যানিশ ভাষা ও সাহিত্য
  • উর্দু ভাষা ও সাহিত্য
  • ফার্সি ভাষা ও সাহিত্য
  • চাইনিজ ভাষা ও সাহিত্য
  • হিব্রু ভাষা ও সাহিত্য
  • তুর্কি ভাষা ও সাহিত্য
  • আরবী/ইংলিশ অনুবাদ
  • হিব্রু/ফ্র্যান্সিস অনুবাদ
  • সমাজ
  • আত্নিক পড়াশুনা
  • ইতিহাস
  • ভূগোল
  • লাইব্রেরী
  • শিশু যত্ন
  • (তারবিয়া) আরবী ভাষা ও উলুমিল ইসলামিয়্যা

সকল বিভাগের খরচ বহন করতে হবে। শুধুমাত্র (তারবিয়া) আরবীভাষাওউলুমিলইসলামিয়্যা ফ্রি।

সময়ঃচারবছর।

ভাষাঃ আরবী + যে বিদেশী ভাষা পছন্দনীয়।

ভর্তির শর্তাবলীঃ

  • আযহার থেকে উচ্চমাধ্যমিক/সমমানের অথবা মিশরীয় যে কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • মিশরেরসাধারণউচ্চমাধ্যমিক/সমমানেরসনদপত্রথাকলেতাকেএকবছরবিভিন্নইসলামিকবিষয়পড়েপাশকরা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।

শ্রম বিভাগঃ

আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকলে এই বিভাগে ভর্তি হতে পারবে বিদেশী ছাত্ররা। এরজন্য এককালীন ১৫০০ জুনাইহ ও বার্ষিক ১৫০০ জুনাইহ পরিশোধ করতে হবে। বৃত্তি প্রাপ্ত ছাত্রদের খরচ বহন করতে হবেনা।

চিকিৎসা বিভাগ (ছাত্র/ছাত্রী)

সনদপত্রঃ ডাক্তারী ও অপারেশান* বিভাগে অনার্সের সনদপত্র দেয়া হবে।

সময়ঃ ছয় বছর। এক বছর যে কোন হাসপাতালে প্র্যাক্টিক্যাল।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।

দন্ত বিভাগ (ছাত্রী/ছাত্র)

সনদপত্রঃ দাঁত ও মুখের চিকিৎসার উপর অনার্সের সনদপত্র প্রদান করা হবে।

সময়ঃ পাঁচ বছর

   ভাষাঃ আরবী ও ইংলিশ

   শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।

মেডিসিন বিভাগ (ছাত্র/ছাত্রী)

সনদপত্রঃ মেডিসিনের উপর অনার্সের সনদ দেয়া হবে।

সময়ঃ পাঁচ বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।

ইঞ্জিনিয়ারিং বিভাগ (ছাত্র)

সনদপত্রঃ নিম্নোক্ত বিষয়গুলোতে অনার্সের সনদ দেয়া হবেঃ

  • ইলেকট্রনিক্স
  • বিদ্যুৎ
  • কম্পিউটার
  • নির্মাণ*
  • নাগরিক প্ল্যান*
  • সামাজিক প্ল্যান*

সময়ঃ পাঁচ বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • ইঞ্জিনিয়ারিং বিভাগ (ছাত্রী)

সনদপত্রঃ নিম্নোক্ত বিষয়গুলোতে অনার্সের সনদ দেয়া হবেঃ

  • বিদ্যুৎ
  • কম্পিউটার
  • নির্মাণ

সময়ঃ পাঁচ বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • (আরবী ভাষার) পরীক্ষায় পাশ করা।

সাইন্স বিভাগ(ছাত্র)

সনদপত্রঃ নিম্নোক্ত যে কোন বিষয়ে উচ্চতর সনদ দেয়া হবেঃ

  • গণিত
  • রসায়ন
  • পদার্থ
  • প্রাণ পদার্থবিদ্যা*
  • উদ্ভিদ
  • মাইক্রো- বায়োলজি
  • প্রাণি বিজ্ঞাণ
  • কীত প্রত্যঙ্গ
  • গণিত ও কম্পিউটার
  • জিওলোজি
  • জোতির্বিদ্যা ও আবহাওয়া বিদ্যা

সময়ঃ চার বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • (আরবী ভাষার) পরীক্ষায় পাশ করা।

সাইন্স বিভাগ(ছাত্রী)

সনদপত্রঃ নিম্নোক্ত যে কোন বিষয়ে অনার্সের সনদ দেয়া হবেঃ

  • গণিত ও কম্পিউটার
  • ফিজিক্স
  • উদ্ভিদ
  • মাইক্রো- বায়োলজি
  • কীত প্রত্যঙ্গ
  • প্রাণি বিজ্ঞাণ

সময়ঃ চার বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।

কৃষি বিভাগ (ছাত্র)

সনদপত্রঃ এই বিভাগে অনার্সের সনদপত্র দেয়া হবে।

সময়ঃ চার বছর।

ভাষাঃ আরবী ও ইংলিশ

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।

অন্যান্য শ্রম বিভাগ*

এইছাড়াও ছাত্ররা অন্যান্য শ্রম বিভাগে ভর্তি হতে পারবে। তবে এরজন্য তাকে এককালীন ১০০০ জুনাইহ ও বার্ষিক ১০০০ জুনাইহ বহন করতে হবে।

শ্রম বিভাগ (ছাত্র)*

সনদপত্রঃ নিম্নোক্ত বিষয়গুলোতে অনার্সের সনদ দেয়া হবেঃ

  • রসায়ন ও ফিজিক্স
  • গণিত
  • জীববিজ্ঞান*
  • প্রযুক্তি

সময়ঃ চার বছর

ভাষাঃ আরবী

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • কুল্লিয়া কর্তৃক বিশেষ পরীক্ষায় পাশ করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।

 তারবিয়া ও গণিত বিভাগ (ছাত্র)*

সনদপত্রঃ তারবিয়া ও গণিত শাস্ত্রের উপর অনার্সের সনদ দেয়া হবে।

সময়ঃ চার বছর

ভাষাঃ আরবী

শর্তাবলীঃ

  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র থাকা।
  • আযহার/মিশরের যে কোন প্রতিষ্ঠানের সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক/সমমানের সনদপত্র প্রাপ্ত ছাত্রদের বিশেষ কোর্সে পাশ করা।
  • আরবী ভাষার পরীক্ষায় পাশ করা।
  • আযহারে পড়ার জন্য দূতাবাস থেকে লেটার নেয়া।
  • ভর্তি খরচ ও প্রাতিষ্ঠানিক খরচ বহন করা।

সাধারণ নিয়মাবলী

উলুমুল ইসলামিয়্যা ব্যতিত আরবী ও উলুমুল ইসলামিয়্যার সকল বিভাগ বিদেশী ছাত্রদের জন্য সম্পুর্ণ ফ্রি।

এইছাড়াও মানবিক ও শ্রম বিভাগের সকল কুল্লিয়া আযহার থেকে বৃত্তি প্রাপ্ত ছাত্রদের জন্য ফ্রি। তবে যাদের আযহার থেকে বৃত্তি নেই এমন বিদেশী ছাত্ররা ১৯৬১ সালে প্রণীত ১০৩ নং ধারা অনুযায়ী নির্ধারিত পরিমান অর্থ পরিশোধ করবে নিম্নোক্ত উপায়েঃ

১- মানবিক, কুল্লিয়্যাতুত তারবিয়ার শ্রম ও গণিত বিভাগে এককালীন ভর্তি ফি দিতে হবে ১০০০ জুনাইহ। ব্যবসা, মানবিক*,ভাষা ও অনুবাদ, সাংবাদিকতা ও মিডিয়া, আদব শাখার তারবিয়া বিভাগে বার্ষিক ১০০০ জুনাইহ পরিশোধ করতে হবে।

২- শ্রম বিভাগে ভর্তি ফি একবার পরিশোধ করতে হবে, যার পরিমাণ ১৫০০ জুনাইহ এবং বার্ষিক শিক্ষা ব্যয় ১৫০০ জুনাইহ।

আরবী ভাষার যোগ্যতা

আজহারের যে কোন স্তরের সনদপত্র অর্জন করতে হলে, যে কোন ছাত্রকে আরবী ভাষার চারটি (পড়া,লেখা,বলা,শুনা) শাখায় পারদর্শী হতে হবে।

১। যাদের আজহারী উচ্চমাধ্যমিকের সমমান সনদ নেই এবং যারা আরবী পারেনা তাদের জন্য আজহারের আরবী ভাষার উপর বিশেষ কোর্স রয়েছে। সেখান থেকে পাশ করে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি হতে পারবে।

২। যাদের আজহারী উচ্চমাধ্যমিকের সমমান সনদ অথবা অথবা মিশরের (সাধারণ) উচ্চমাধ্যমিকের সমমান সনদ আছে কিন্তু আরবী পারেনা , তারা আরবী ভাষার উপর পরীক্ষা দিবে। যারা ফেল করবে তারা আরবী ভাষার কোর্সে পড়বে। যাদের আযহারের বৃত্তি থাকবেনা তারা মারকাজের আর্থিক খরচ বহন করবে। বৃত্তি প্রাপ্ত হলে তাকে কোন খরচ বহন করতে হবেনা।

বৃত্তির সুবিধাবলীঃ

১। কায়রো বা ইস্কান্দারিয়ার বুউস থেকে ইকামা পাবে।

২। প্রতি মাসে অর্থ প্রদান করা হবে।

৩। যে কোন স্তরে একাডেমিক খরচ বহন করতে হবেনা।

৪। কেউ অকৃতকার্য হলে তার মাসিক অর্থ থেকে কিছু টাকা জরিমান স্বরূপ নেয়া হবে। আর কেউ যদি অবাঞ্ছিত হয় তাহলে তার মিনহা বাতিল হয়ে যায়।

স্নাতকোত্তর

আজহারের সকল কুল্লিয়্যায় স্নাতকোত্তর স্তরে বিদেশী ছাত্রকে গ্রহণ করা হয়। তবে শর্ত হলঃ

  • যে কুল্লিয়ায় সে পড়তে চায়, সে কুল্লিয়া থেকে অনার্স/লিসান্স থাকতে হবে।
  • আযহার সনদের সাথে যাদের সমমান করা হয়েছে তারাও ভর্তি হতে পারবে।
  • রেজাল্ট কমপক্ষে জায়্যিদ (ভাল) থাকতে হবে।
  • আরবী ও ইসলামিক বিষয়গুলোতে পড়তে চাইলে প্রাথমিক পরীক্ষায় পাশ করতে হবে।

সনদপত্রঃ আযহার থেকে সকল বিভাগে স্নাতকোত্তরের সনদ দেয়া হবে।সনদগুলোঃ

  • কিছু কুল্লিয়ার কিছু বিভাগে ডিপ্লোমা করতে পারবে।
  • সকল কুল্লিয়ার বিভিন্ন বিভাগে মাস্টার্স করতে পারবে।
  • সকল কুল্লিয়ার যে কোন এক বিভাগে ডক্টরেট করতে পারবে।

স্নাতকোত্তরের পদ্ধতিঃ

স্নাতকোত্তর স্তরে কিছু কুল্লিয়ায় প্রাথমিক এক বছর পড়তে হয়। আর কিছু কুল্লিয়ায় প্রাথমিক দুই বছর পড়তে হয়। তারপর রিসালা পেশ করতে হয়।

 

 

 

 

প্রয়োজনীয়কাগজাবলী

১। মূল সনদ। যাদের মুয়াদালা/সমমান করা হয়েছে তারা মিশরীয় দূতাবাস বা মিশরে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে নিবে।

২। জন্ম সনদ অথবা এ সম্পর্কিত অফিসিয়াল কোন লেটার। যা উপরোল্লেখিত পদ্ধতি সত্যায়ন করবে। কারো না থাকলে সে তথ্যগুলো প্রিন্ট করে এর সাথে পাসপোর্ট বা অনুরূপ কাগজ জমা দিবে।

৩। পাসপোর্টের ফটোকপি।

৪। আযহারে পড়ার জন্য নিজ দেশের দূতাবাস থেকে অনুমোদন লেটার।

৫। বৃত্তির আবেদনের জন্য দূতাবাস লেটার।

৬। আজহারের যে কোন হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট     লাগবে।মিশরের বাহিরে কোথাও ভ্রমণ থেকে ফিরে আসলে আবার অনুরূপ কাগজ জমা দিতে হবে।

৭। মিশরে অবস্থান ও শিক্ষাগত ব্যয় বহন করার সামর্থ আছে এমন একটি লেটার দিতে হবে। মিশরীয় দূতাবাস বা দেশীয় দূতাবাস থেকে একটি লেটার আনবে, যাতে আরবী পরীক্ষায় অকৃতকার্য হলে, কুল্লিয়া অথবা আরবি ভাষা কোর্সের খরচ বহন করার স্বীকৃতি থাকবে।

মুয়াদালা/সমমানের জন্য কাগজাবলী

১। মুয়াদালার জন্য আজহারের নিকট নিম্নোক্ত কাগজাদি জমা দিবেঃ

  • মূল (নির্ভরযোগ্য) সনদপত্র
  • প্রত্যেক ক্লাসের কিতাবের নাম ক্লাস সংখ্যা সহ।
  • নির্ধারিত বইয়ের সূচিমালা বা বিবরণ

এই সকল কাগজ মিশরীয় দূতাবাস থেকে সত্যায়ন করে জমা দিতে হবে।

→ মারকাযুত তাতবীর

ভিজিট করুন

→ ইদারাতুল আম্মাহ লিত্তুল্লাবিল ওয়াফিদীন

ভিজিট করুন

→ মাকতাবু রিআয়াতিত তুল্লাব

ভিজিট করুন

১. বাংলাদেশ দূতাবাস, মাআদী, কায়রো।
গুগল লোকেশন

২. আব্বাসীয়া পাসপোর্ট অফিস
গুগল লোকেশন→ 

৩. পররাষ্ট্র মন্ত্রণালয়, রামসিস, কায়রো।
গুগল লোকেশন → 

৪. মাদিনাতুল বুয়ুস আল ইসলামিয়া, শারেঅ আহমেদ সাইদ, কায়রো।
গুগল লোকেশন →  

৫. আল আযহার বিশ্ববিদ্যালয় পুরাতন ক্যাম্পাস ও আল আযহার মসজিদ, দাররাসা, কায়রো
গুগল লোকেশন →

৬. আল আযহার বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাস
গুগল লোকেশন → 

৭. কায়রো বিশ্ববিদ্যালয়, গিজা, মিশর
গুগল লোকেশন → 

৮. কাসর আল আইনি ( কায়রো মেডিকেল কলেজ )
গুগল লোকেশন → 

৯. আইন শামস বিশ্ববিদ্যালয়
গুগল লোকেশন → 

১০. দ্যা গ্রেট পিরামিড বা গিজার বড় পিরামিড, গিজা, মিশর
গুগল লোকেশন → 

১১. ন্যাশনাল মিউজিয়াম (যেখানে ফেরাউন আছে) ফুসতাত, পুরাতন কায়রো
গুগল লোকেশন → 

১২. দ্যা ইজিপশিয়ান মিউজিয়াম বা কায়রো মিউজিয়াম
গুগল লোকেশন → 

১৩. নীল নদ (কায়রোতে কাসর আল নীল ব্রিজ থেকেই নীল নদ সুন্দর উপভোগ করা যায় এবং নীল ক্রুজ বা বোটে উঠা যায়। )
গুগল লোকেশন → 

১৪. হোসাইন মসজিদ
গুগল লোকেশন → 

১৫. খান আল খলিলি বাজার
গুগল লোকেশন → 

১৬. সুলতান সালাহউদ্দীন আইয়ুবী দূর্গ, সাইয়েদা আয়েশা, পুরাতন কায়রো।
গুগল লোকেশন → 

১৭. ইমাম শাফেয়ী (রাঃ) মাকবারা, সাইয়েদা আয়েশা, পুরাতন কায়রো
গুগল লোকেশন → 

১৮. সাহাবী উকবা ইবনে আমর (রাঃ) এবং আমর ইবনে আস (রাঃ) এর মাকবারা
গুগল লোকেশন → 

১৯. ইবনে হাজার আসকালানি (রাঃ) এর মাকবারা
গুগল লোকেশন → 

২০. জুন্নুন মাসরি ও রাবেয়া বসরী এর মাকবারা
গুগল লোকেশন → 

২১. আল আযহার পার্ক
গুগল লোকেশন → 

২২. আমর ইবনে আস (রাঃ) মসজিদ
গুগল লোকেশন →

২৩. মার ই জিরজিস চার্চ ( ঈসা (আঃ) ও মারয়াম (আঃ) যেখানে ৩ মাস অবস্থান করেছিলেন। )
গুগল লোকেশন → 

২৪. সাক্কারা পিরামিড ও ইউসুফ আঃ এর জেলখানা
গুগল লোকেশন → 

২৫. কায়রো রেলওয়ে ষ্টেশন ( এখান থেকে সব জায়গার ট্রেন ছেড়ে যায়)
গুগল লোকেশন → 

২৬. কায়রো হকার মার্কেট (আতাবা)
গুগল লোকেশন → 

২৭. পুরাতন ও নতুন ল্যাপটপ ও কম্পিউটার পার্টসের মার্কেট

২৮. তাহরির বুসতান শপিংমল
Al Boustan Shopping Center
গুগল লোকেশন → 

২৯. সিরাজ মল, মুস্তাফা নাহাস
গুগল লোকেশন →

৩০. কায়রো মল এবং ফেস্টিভ্যাল সিটি
গুগল লোকেশন → 

৩১. সিটি সেন্টার শপিং মল
গুগল লোকেশন → 

৩২. কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা )
গুগল লোকেশন →