আওসবি নিউজ ডেস্ক
নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জ; তবু স্বপ্ন ও সাহসকে পুঁজি করে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর প্রথমবারের মতো মিশরের মাটিতে বড় পরিসরে হিফজুল হাদীস প্রতিযোগিতা আয়োজন করলো। গতকাল ৪ নভেম্বর ২০২৩ ইং রোজ শনিবার, কায়রোর ‘দারুল আরকাম ইসলামিক সেন্টারে’ বাস্তবায়িত হয় হাদীস শরীফের বরকতময় এই আয়োজনটি। বিচারক ও পরীক্ষক হিসেবে সোসাইটির শ্রদ্ধেয় প্রবীণ বড় ভাইদের সদয় উপস্থিতি, সম্মানিত উপদেষ্টা পরিষদের সার্বিক তত্ত্বাবধান ও কার্যকরী পরিষদের অক্লান্ত পরিশ্রমে নতুন ধারার এই ইভেন্টটি সম্পন্ন হলো।
সকাল নয়টায় শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় প্রতিযোগিতার মূল পর্ব। এরপর যোহর নামাজের বিরতি শেষে প্রতিযোগিতার নির্দিষ্ট কিতাব ‘আর রওদাতুল বাহিয়্যা’ থেকে প্রথমে হাদীস রেওয়ায়েত ও পরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইলমি আলোচনা করেন মাশিখাতুল আযহারের তুরাস সংরক্ষণ বিষয়ক গবেষক ও আয়োজনের প্রধান অতিথি ড. সালাহুদ্দীন শামী। এ সময় ‘রওদাতুল বাহিয়্যা’ কিতাব থেকে হাদীস তেলাওয়াত করেন মুহা. রেজাউল করীম। পরে উপস্থিত প্রতিযোগী ও দর্শনার্থীদের সকলকে ডক্টরের পক্ষ থেকে হাদীসে মুসালসাল আওয়ালিয়্যা, কুতুবে সিত্তা ও ‘রাওদাতুল বাহিয়্যা’র হাদীস রেওয়ায়েতের ইজাযা আম্মা প্রদান করা হয় ডক্টরের পক্ষ থেকে।
মহতি এ আয়োজনে পরীক্ষক ও বিচারক হিসেবে সোসাইটির প্রবীণ বড় ভাইদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসাইন, শোয়াইব হোসেন, মুহাম্মাদ লুতফে রাব্বী,মুহাম্মাদ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান, আব্দুর রহমান মোতালেব, শাহেদুল ইসলাম ও মুহিব্বুর রহমান মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও সিনিয়র সদস্যবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্তমান সেশনের সভাপতি জনাব আবদুল আজিজ তরফদার।