বাংলাদেশী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এ প্রকল্প হাতে নিলো আযহার ওয়েলফেয়ার সোসাইটি।
বাস্তবায়িত হলো ‘যিয়ারাতুল আসারিল কাদীমা ওয়াল মাকাবির ২০২৩’
প্রায় ৪০ টির কাছাকাছি প্রাচীন মসজিদ, মাকবারা ও ইলমি আসার (প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলী) যিয়ারত করা হয় এ সময়ে।
সদস্যদের দ্বারে দ্বারে দুই দফা ক্যাম্পেইন সম্পন্ন
‘আপনার অভিযোগ ও পরামর্শ, সোসাইটির দায় ও কর্তব্য’ শ্লোগান সামনে রেখে সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ সকল সহযোগী সদস্য ও সদস্যের বাসায় গিয়ে দুই দফা ক্যাম্পেইন সম্পন্ন করেছে।