আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)

সর্বোচ্চ ফলাফল নিয়ে এমফিল ডিগ্রি সম্পন্ন করলেন জনাব আবদুর রহিম

আওসবি নিউজ:

আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাংলাদেশী ছাত্রদের আরো একটি অর্জন যুক্ত হলো। আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্য শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম বিন মুহাম্মদ ইদ্রিস আজ আল আযহার ইউনিভার্সিটির ‘কুল্লিয়াতুশ শারিয়াহ ওয়াল ক্বানুন’ এর অধীনে এমফিল থিসিস ডিসকাশনে ‘মুমতায’ (এক্সিলেন্ট) গ্রেড পেয়ে অত্যন্ত সুনাম ও গর্বের সাথে এমফিল ডিগ্রি সম্পন্ন করলেন।
তার থিসিসের বিষয় ছিল— ইমাম আবু ইউসুফ রহ. ফিকহের যেসব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, সেগুলোর ফিকহী অধ্যায়ন। সম্মানিত তিনজন বিচারক প্যানেলের ঐকমত্যে উক্ত থিসিসের মূল সুপারভাইজার অধ্যাপক ড. মুহাম্মাদ মুহাম্মাদ আবু সাইয়েদ আহমাদ তাঁর ফলাফল ঘোষণা করেন।

এই অর্জনের মাধ্যমে আল আযহারের ইতিহাসে ও মিশরের বুকে বাংলাদেশীদের নাম উজ্জ্বল করায় আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর পক্ষ থেকে শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম বিন মুহাম্মদ ইদ্রিসকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক মুবারাকবাদ জানানো হয়।

আযহার ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদের দায়িত্বশীলবৃন্দ এ অভাবনীয় সাফল্যে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। এমফিল সম্পন্নকারী জনাব আবদুর রহিমও থিসিস ডিসকাশনে উপস্থিত সকল সদস্যের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মুনাকাশায় উপস্থিত সকল ভাই, যারা বিভিন্ন সমস্যার কারণে উপস্থিত না হয়েও নিজেদের দোয়ায় শামিল রেখেছেন, যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে দোয়ায় শামিল রেখেছেন, আযহার ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এবং অন্যান্য সকল শ্রদ্ধেয় ও স্নেহের ভাইয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো।আপনাদের এই মূল্যবান দোয়া, উপস্থিতি এবং শ্রম আল্লাহ তায়ালা কবুল করুন।’

 

—এস.এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *